বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সারা দেশের ন্যায় অনুষ্ঠিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানের শুরুতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে “সমাজ গঠনে শপথ পাঠ”অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সকলে দেশের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিকতা ভিত্তিক সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা জুলাই মাসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, "জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই আমাদের স্বাধীনতার ভিত্তি সুদৃঢ় হয়েছিল। সমাজের প্রতিটি স্তরে দেশপ্রেম ও সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কর্মসূচির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।"
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সমাজসেবা অফিসার ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ইব্রাহিম ইসলাম।