ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক নারী পুরূষ শপথ করেছেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানটি হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের পর কেন্দ্র থেকে জুমের মাধ্যমে সম্প্রচারিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ ও নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। পরে সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদের সঞ্চালনায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। শপথ বাক্যের গুরূত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, আনসার ভিডিবি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মহিলা কলেজের প্রভাষক ও মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান, সরাইল প্রেসক্লাবের সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক ও উপলদ্ধির নির্বাহী পরিচালক মো. শরীফ উদ্দিন, এতিম খানার প্রতিনিধি মো. মেরাজুল হক ও জুলাই যোদ্ধা শাহ তারিন আক্তার। বক্তারা বলেন, জুলাই নতুন বাংলাদেশের চেতনার নাম। শপথ বাক্যের ‘আমি সরকার, আমরা রাষ্ট্র’ এই অংশটুকু মাথায় রেখে সকলে কাজ করূন। তবেই দেশ অনেক এগিয়ে যাবে। আজকের শপথ বাক্যটি সকলের মননে মগজে স্থায়ীভাবে সেইভ করে রাখতে হবে। মনে রাখতে হবে এই সমাজ ও দেশ গড়তে সকলকে দায়িত্ব পালন করতে হবে।