কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে ভার্চুয়ালি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই উপজেলা প্রশাসন, সমাজসেবা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ কর্মসূচী উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হয়।
এতে সারাদেশের সাথে একসঙ্গে শহীদ ও আহত জুলাই যোদ্ধা এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এরপর জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে ভার্চুয়ালি শপথ অনুষ্ঠান হয়েছে।
ভার্চুয়ালি কর্মসূচী শেষে স্থানীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিকনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীত পরিবেশন করেন কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা। সঞ্চলনায় ছিলেন আবৃতি শিক্ষক হাবিবুর রহমান।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুস ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালী উল্লা মন্ডল, জুলাইযোদ্ধা বিষ্ণু চন্দ্র সেন প্রমূখ।