বাজিতপুরে একটি বাজার কমিটি নিজ উদ্যোগে রাস্তার উন্নয়ন শুরু

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০৭:০৪ পিএম
বাজিতপুরে একটি বাজার কমিটি নিজ উদ্যোগে রাস্তার উন্নয়ন শুরু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজার কমিটির উদ্যোগে আজ শনিবার হিলচিয়া গুদারা ঘাটের ৬০ মিটার উন্নয়ন কাজ করেছেন। এ উন্নয়ন কাজে প্রায় ১লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে বাজার কমিটির সূত্রে জানা গেছে। জানা যায়, গত সাড়ে পনেরো বছরে ফ্যাসিবাদ সরকারের লোকজন বাজারের ভিতরে এবং বাহিরে কোনো উন্নয়ন কাজ করেনি। তারা নিজেদের স্বার্থ দেখেছেন। বাজার কমিটি সদস্যগণ জানান বাজারের ভিতরে দু’টি উন্নয়ন কাজ অবশ্যই দরকার। বাজার কমিটির সভাপতি ও গুরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান লিটু, জুয়েল মিয়াসহ কমিটির লোকজন গুদারা ঘাটের কাজটি করেছেন বলে বাজারের সাধারণ ব্যবসায়ীরা গণমাধ্যম কর্মীদের জানান।

আপনার জেলার সংবাদ পড়তে