দীর্ঘ ১ যুগ পর ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের জন্য শনিবার (২৫ জুলাই) দুপুর থেকে প্রত্যক্ষ ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক। কর্মী সম্মেলনে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত হোসেন সজিব। ৭৬৯ জন ভোটারের মধ্যে ৩০৬ জন ভোটার ভোট প্রদান করে। ৫টি ভোট বাতিল হয়। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির ফয়সাল-১৩২ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে সারোয়ার ইকরাম জিম- ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মোঃ রাশেদ মিয়া-১১০টি ভোট পান।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক মোঃ আতিকুর রহমান জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।