দিনাজপুরের কাহারোল থানার পুলিশ অপহরনের প্রায় আড়াই মাস পর ভিকটিমকে গাজীপুর জেলার শ্রীপুর থারার তেলিহাটা ইউনিয়নের টেপিরবাড়ী পাড়ার মোছাঃ ফিরোজা বেগমের আসামী কর্তৃক ভাড়া নেওয়া ভিকটিম মোছাঃ নাদিয়া আক্তার, লিমু ওরফে ময়না (১৭) কে উদ্ধার করেছে কাহারোল থানার পুলিশ। কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউপির পাইকপাড়া গ্রামের ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়। আসামী ফিরোজাকে বেগমকে শুক্রবার আদালতে প্রেরণ করেছেন কাহারোল থানার পুলিশ। কাহারোল থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১০/০৫/২০২৫ ইং তারিখে নাদিয়া আক্তার লিমু ওরফে ময়না অপরহরণ হয় সেই ঘটনায় ভিকটিমের মা আকলিমা খাতুন বাদী হয়ে কাহারোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০০) ধারা ০৭/৩০ মামলা দায়ের করেন। কাহারোল থানায় মামলা নং-০৭, তারিখ-১০/০৫/২০২৫ ইং, অপরদিকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে আসামী জাকির হোসেনকে ২৬/০৭/২০২৫ শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময় কাহারোল বাজার কদমতলা মোড় হতে গ্রেফতার করেন। গতকাল শনিবার আসামী জাকির হোসেনকে কাহারোল থানার পুলিশ আদালতে প্রেরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন।