শায়েস্তাগঞ্জ থেকে চুরি হওয়া একটি টমটম গাড়িটি উদ্ধার করেছে র্যাব-৯। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। র্যাব-৯ এট অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলাএলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ জামিল মিয়া (১৭) ব্যাটারী চালিত টমটম গাড়িতে করে শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর এলাকায় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পার্শবর্তী ঝোপে যান। আনুমানিক ১০ মিনিট পরে ফিরে এসে দেখে তার টমটম গাড়িটি নেই। আশেপাশের লোকজনদের
জিজ্ঞাসাবাদ ও খোঁজাখুজি করেও টমটম গাড়িটি খুঁজে পাননি তিনি । মোঃ রমজান আলী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল ২৬ জুলাই হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ১১ নং বাগাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন আসামী গ্রেফতার ও টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- অন্তর মিয়া (১৯), পিতা- ফয়সাল মিয়া, সাং-বাগেরসরা, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ, নিলয় মিয়া (১৯), পিতা- বাচ্ছু মিয়া, সাং- গাজিপুর, থানা- চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলার ভাগনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া(৩০)।