ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:১০ এএম
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পিরোজপুরে ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ ও ইভটেজিং প্রতিরোধে (২১ ডিসেম্বর) শনিবার সকাল ১১ টায় ইন্দুরকানী থানা হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসাব বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোঃ মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ আলী হোসেন, বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু। এ সময় বক্ত রাখেন, প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান,  আমার দেশ প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জাকির হোসেন, বালিপাড়া জামায়েত নেতা মোঃ জাহিদ, পত্তাশী ইউনিয়ন বিএনপির  নেতা মোঃ কবির হোসেন খান, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আঃ হাই, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাও খাইরুল বাশার, জমায়াত নেতা এবাদুল সরদার। এ সময় বক্তব্যে  সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান বলেন সন্ত্রাস, বাল্যবিবাহ, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমরা সকল রাজনীতি বিদরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করে যাব।

আপনার জেলার সংবাদ পড়তে