ডিমলায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:১২ এএম
ডিমলায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারী ডিমলায় ভরশা মনি (২৬) নামের এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে ডোমার-ডিমলার ফরেস্ট এলাকায় একটি গাছের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ডোমার ও ডিমলা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে যায়। ভরশা মনি নীলফামারী ডোমার থানাধীন মেলাপাঙ্গা গ্রামের দুলু মিয়ার কন্যা।   জানা যায়, ডিমলা উপজেলাধীন নাউতারা গ্রামের সাদ্দাম হোসেনের সাথে তার বিবাহ হয় এবং তিনি দুই সন্তানের জননী, প্রায় ২/৩ মাস যাবত ভরশা মনি তার পিতার বাড়ীতে অবস্থান করেন।  এ বিষয়ে ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, মরদেহ ডোমার থানাধীন হওয়ায় আমরা ডোমার থানায় হস্তান্তর করি।

আপনার জেলার সংবাদ পড়তে