রাজারহাটে এক রাতে ৮জন গ্রেফতার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:১৪ এএম
storage/2024/december/21/news/831676695052f670.jpg

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্রবার(২০ডিসেম্বর) রাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৮জনকে গ্রেফতার করে কুড়িগ্রাাম জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানান, সি আর ৬৭১/২৪ গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের কসর আলীর ছেলে মোহাম্মদ ওয়াহেদ আলী ও আব্দুর রাজ্জাক, চান্দামারী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম, আব্দুল সালামের ছেলে আব্দুর রাজ্জাক, চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি গ্রামের নসর উদ্দিনের ছেলে আদম আলী, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মোছাঃ বেগমকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের সি আর ৬৭১/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় পৌচ্ছিলে শুক্রবার(২০ডিসেম্বর) গভীর রাতে আমার নেতৃত্বে থানার কয়েকজন অফিসারও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় আসামীদের গ্রেফতার করা হয়। শনিবার(২১ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের কুিিড়গ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে