মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কুতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০৬:০৩ পিএম
মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কুতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল  রবিবার কৃতি শিক্ষার্থী স্যবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত  সমাবেশে সভাপতিত্ব করেন  প্রধান শিক্ষক আতিকুর রহমান। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে  আশরাফুল ইসলাম, ঐশ্বর্য নাথ এবং টিনা বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক শেখ আহাম্মদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সহকারী প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শেখ আহমদ বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মনোজগত গঠনে বিনিয়োগ জরুরি।”

হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া বলেন, “একটি প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা অপরিহার্য। আমরা সবাই যদি দায়িত্ববান হই, তাহলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন জাসাস সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, সহকারী প্রধান শিক্ষক লিটনময় দে, সিনিয়র শিক্ষক মোঃ একরামুল হক ও হেড মৌলানা নুরুল ইসলাম কুতুবী। 

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় । বিভিন্ন শ্রেণিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন কৃতি শিক্ষারা দেশের আগামী দিন দেশ পরিচালনা করবেন। তাই তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে অভিভাবকদের  সচেতন হতে হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে