গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। চলমান এই অভিযানের অংশ হিসেবে ২৬ জুলাই ২০২৫ তারিখ রাত ১১:৪০ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্টেডিয়াম রোড এলাকা থেকে চিহ্নিত প্রতারক চক্রের সদস্য কিশোর সিং রায় (৫০) এবং আব্দুর রহমান তারেক (২৪)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।