সেনবাগে চোরাই সিএনজি উদ্ধার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:১৬ এএম
সেনবাগে চোরাই সিএনজি উদ্ধার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে চোরাই ৩টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে। শুক্রবার রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ একটি বিশেষ দল উপজেলার ৫নং অর্জুনতলা ইউপির ছিলোনিয়া বাজারস্থ অর্জুনতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন জাবেদ গ্যারেজে অভিযান চালিয়ে ওই সিএনজি তিনটি উদ্ধার করে। এসময় অজুনতলা ইউপির ২নং ওয়ার্ডের ইদিলপুর গ্রামে রবের বাপের বাড়ীর মৃত হাশেম ছেলে গ্যারেজ মালিক জাবেদ আলম প্রকাশ জাবেদ (৩৩) পালিয়ে যায়। এঘটনায় গ্যারেজ মালিক সহ অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন থানারঅফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে