নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে মোঃ নিজাম উদ্দিন নামের এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ৭নং ওয়ার্ড কাবিলপুর গ্রামের আব্বাস আলী হাজ্বী বাড়ির হোসেন আহম্মেদের ছেলে।শুক্রবার রাতে ঘোপন সংবাদেরভিত্তিতে থানার এএসআই অরুণ কুমারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করে। থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম মিজানুর রহমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালে যৌতুকের সিআর মামলা নং ২০৩/২৩ বিজ্ঞ আদালত নিজাম উদ্দিকে এ ক বছরের সশ্রম কারাদন্ডাদেশ ওএ ক হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে। এতদিন সে গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলো। শুক্রবার গোপন সংবাদের থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।