বরিশালে শীতার্তদের কম্বল বিতরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:২২ এএম
বরিশালে শীতার্তদের কম্বল বিতরণ

৫২’ ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীসহ শীতার্ত দেড়শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলার নীলখোলা আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির। এসময় অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক মো. মোফাজ্জেল হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাবেক সভাপতি পলাশ তালুকদার, বিএমএসএফ’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও সাংবাদিক আরিফিন রিয়াদ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে