জেনে নিন স্ট্রোকের প্রাথমিক এই ৬টি লক্ষণ

এফএনএস হেলথ | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৮:১৮ এএম
জেনে নিন স্ট্রোকের প্রাথমিক এই ৬টি লক্ষণ

স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। অনিয়ন্ত্রিত উচ্চ-রক্তচাপ স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। এছাড়া ধূমপান, মাদক, দুশ্চিন্তা ও ডায়াবেটিস ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন বলছে, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নতুন করে স্ট্রোক করে। এর অর্থ প্রায় প্রতি ২.৬ সেকেন্ডে একটি স্ট্রোক হয়। স্ট্রোক হওয়া মানে কিন্তু কেবল অজ্ঞান হয়ে পড়াই নয়। স্ট্রোকের কিছু প্রাথমিক লক্ষণ এতটাই সূক্ষ্ম যে অনেকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করেন না। ক্লান্তি, চাপ বা বার্ধক্যের কারণে এমন হচ্ছে বলে উড়িয়ে দেন। তবে প্রাথমিক স্ট্রোকের লক্ষণগুলো শনাক্ত করা ভীষণ জরুরি। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হওয়া প্রয়োজন এবং কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।


লক্ষণ-

১. অন্যরা কী বলছে তা বুঝতে এবং বলতে সমস্যা হওয়া। স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি বিভ্রান্ত হতে পারেন, শব্দ অস্পষ্ট করতে পারেন অথবা কথা বুঝতে নাও পারেন।

২. মুখ, বাহু বা পায়ে অসাড়তা, দুর্বলতা বা পক্ষাঘাত। এটি সাধারণত শরীরের একপাশে দেখা যায়। ব্যক্তি উভয় হাত মাথার উপরে তোলার চেষ্টা করতে পারেন। যদি একটি হাত পড়ে যেতে শুরু করে, তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে। এছাড়াও, হাসতে চেষ্টা করার সময় মুখের একপাশ ঝুলে যেতে পারে।

৩. এক বা উভয় চোখে দেখতে সমস্যা। ব্যক্তির হঠাৎ এক বা উভয় চোখে ঝাপসা বা কালো দৃষ্টি হতে পারে। অথবা ব্যক্তি সবকিছু দুটি করে দেখতে পেতে পারেন।

৪. হঠাৎ তীব্র মাথাব্যথা স্ট্রোকের লক্ষণ হতে পারে। মাথাব্যথার সাথে বমি, মাথা ঘোরা এবং চেতনার পরিবর্তন হতে পারে।

৫. হঠাৎ মাথা ঘোরা বা ভারসাম্য হারানোর মতো ঘটনা দেখা দিলে সচেতন হতে হতে। মস্তিষ্কের ভারসাম্য কেন্দ্র সেরিবেলামকে প্রভাবিত করতে পারে স্ট্রোক। ফলে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির মাথা ঘোরাতে পারে এবং তিনি ভারসাম্য বা সমন্বয় হারাতে পারেন।

৬. যদি পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও অতিরিক্ত ক্লান্ত লাগে, তাহলে এটি মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে। এমনকি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।