রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলম পুর ইউনিয়নের ধর্মদাসপুরের উচা পাড়া চরে প্রকাশ্যে দিনের বেলাতেই চলছে জমজমাট জুয়ার আসর। এলাকার কুখ্যাত জুয়াড়ী হেসেব পরিচিত এক ডজনেরও বেশি মামলার আসামী আতোয়ার এলাকাবসীকে চ্যালেঞ্জ দিয়ে এই জুয়ার আসর চালাচ্ছেন বলে জানা গেছে। এলাকায় সে এই মর্মে ঘোষনা করে যে,আমার জুয়া কোন পুলিশ বন্ধ করতে পারবে না। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরেই আতোয়ার এলাকার কিছু অসৎ প্রকৃতির ব্যক্তিকে সাথে নিয়ে নিয়মিত জুয়া চালিয়ে আসছে। দিনের বেলায় চরে বসানো হয় এ জুয়ার আড্ডা। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়রা অভিযোগ করেন-প্রতিদিন দুপুরের পর জুয়ার আসর বসানো হয়,চলে সন্ধ্যার পর পর্যন্ত।তারা বলেন-আতোয়ারের বিরুদ্ধে থানায় একাধিক চুরি, জুয়া ও ধর্ষণ চেষ্টা, মাদকও মারামারির মামলা থাকলেও রহস্যজনক কারণে সে এখনো অধরাই রয়ে গেছে। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় নাকি সে চলাফেরা করে। এজন পুলিশ তাকে গ্রেফতার করছে না। নাম অনিচ্ছুক স্থানীয় এক শিক্ষক বলেন, “জুয়া আর মাদকের কারণে এলাকার উঠতি বয়সের শিশু কিশোর ও যুবকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।