ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মসজিদের জায়গা কম দামে বিক্রির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে মসজিদের জমি কম দামে বিক্রির করা অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়। আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার হরিপুর ইউনিয়নের মধ্য নরহা কেন্দ্রীয় জামে মসজিদের জমি অবৈধভাবে গ্রামবাসীকে না জানিয়ে বর্তমান বাজারমূল্যরে চেয়ে ওয়াকপ করা জমি কম দামে বিক্রি করার প্রতিবাদে নরহা গ্রামবাসীর আয়োজনে নাসিরনগর উপজেলা পরিষদ সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও মসজিদ কমিটির সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক অবসরপ্রাপ্ত ডি,জি,এফ আই সদস্য এনামুল হক রানা, জিল্লু সর্দার,সাবেক মেম্বার তাজুল ইসলাম, মোঃ জাহের মিয়া, মোঃসাদেক মিয়া, মোঃ সোহেল মিয়া প্রমূখ। তারা অভিযোগ করেন যে, শত বছরের ঐতিহ্যবাহী মধ্য নরহা কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াকপ করা জমি গ্রাম বাসীদেরকে অবগত না করে কতিপয় একটি চক্র মসজিদের জমি কম দামে বিক্রি করেছেন । এতে এলাকাবাসী ক্ষুব্ধ এবং তারা এর তীব্র প্রতিবাদ জানান। এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি তারা প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।