খুলনার কয়রায় নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার ( ২৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। কমান্ড খুলনা নৌ অঞ্চলের আয়োজনে দিনব্যাপি এ কর্মসূচীতে কয়রা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসেন। পাশাপাশি এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা আকবার হোসেন হোসেন নামে এক সেবাগ্রহীতা জানান, এখানকার চিকিৎসা সেবার মান অনেক ভাল। চিকিৎসকদের সঙ্গে মন খুলে রোগের বর্ণনা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। হাবিুল্লাহ বাহার নামে এক ব্যাক্তি প্রায় ৭ কিলোমিটার দুর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি বলেন, নৌবাহিনীর চিকিৎসাসেবা অনেক উন্নত মনে করে এখানে এসেছিলাম। সুন্দর পরিবেশে চিকিৎসা নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আকবার হোসেন এবং হাবিবুল্লাহ বাহারের মতো সেখানে দিনব্যাপি তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। প্রত্যন্ত এলাকায় যেখানে উন্নত চিকিৎসাসেবা পায় না মানুষ, সেখানে এমন সেবায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকুল পরিস্থিতির মধ্যে অসহায় মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌ-বাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদেরক মাঝে পুরস্কার বিতরণ
এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
পাঁচবিবিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়,ঢাকা কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭জন অতি মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার ভিত্তিতে সরাসরি শিক্ষা বোর্ড থেকে এ মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। পুরস্কার হিসাবে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে সার্টিফিকেট ক্রেস্ট ও ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। পুরস্কারের টাকা প্রত্যেকের মোবাইল একাউন্টে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা মিলনায়তনে সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় মিজানুর রহমান খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঁচবিবির সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য দেন রোমানা রিয়াজ উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচবিবি ও মো: রুহুল আমিন জেলা শিক্ষা অফিসার জয়পুরহাট।