রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙ্গামাটির কিশোর উক্যা ছাইন মারমা প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল উক্যা ছাইন মারমার গ্রামের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কিউং দং পাড়ায় পৌছায়। পরে শ্মশানে নিহত শিক্ষার্থীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা।
এসময় বিমান বাহিনীর প্রতিনিধি দল নিহত শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিক্ষার্থী উক্যা ছাইন মারমা পরিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন। এসময় বিমান বাহিনী ছাড়াও উক্যা ছাইন মারমা বাবা, মা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিমান বাহিনীর প্রধান শ্রদ্ধা জানানো শেষে উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী কথা বলার সময় উক্যা ছাইন মারমার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। যা আমাদের চিরকাল হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের দোতলা ভবনে বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।