বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় দুঃস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের চাঁদপুর ইউনিয়ন পরিষদ কমপেক্সে নৌবাহিনীর দেশব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা ২০২৫ উপলক্ষে বিনামূল্যে এই চিকিৎসা সহায়তা কর্মসূচি গ্রহণ করেন।
তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ড সুত্র জানায়, উপজেলার প্রায় ৩ শতাধিক দুঃস্থ, অসহায় রোগীদের চিকিৎসাপত্র সহ ঔষধ বিতরনের কার্যক্রম চলমান রয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগী মোঃ দ্বীন ইসলাম, বৃদ্ধ আঃ করিম, আমেনা বেগম, ময়ফুল জানান, আমরা টাকার অভাবে দুরে গিয়ে চিকিৎসা করাইতে পারি না। নৌবাহিনীর এখানে এসে রোগের চিকিৎসা ও ঔষধ পেয়েছি।
চিকিৎসক সার্জন লেঃ কঃ ফারহান আবিদ (বিএন) এর কাছে ধরনের রোগী বেশী পেয়েছেন জানতে চাইলে বলেন, বাত ব্যথা, সর্দি কাশি, গ্যাসটিক আলসার, জ্বর ও বুকে ব্যথার রোগীর সংখ্যা বেশী। তিনি আরো জানান,সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্ম, শিশু ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের সেবা প্রদান করেন। রোগীদের আগমনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।