চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৪:৪৯ পিএম
চার ডিআইজি বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের অবসরের কথা বলা হয়েছে। 

এতে উল্লেখ করা হয়েছে, “এপিবিএনের ডিআইজি হাসানুজ্জামান মোল্লা, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মনির হোসেন, পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম ও ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় সংযুক্ত ডিআইজি আতিকা ইসলামকে বরখাস্ত করা হয়।”

সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর পাঠানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।  

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ছাত্র হত্যাসহ বেশকিছু অভিযোগ রয়েছে বলে এক সূত্রে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে