শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও আ ক ম মোজাম্মেল হকের নামে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আ.লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অজ্ঞাতনামা আরো ৩/৪শ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা গ্রামের ইলিম হোসেন (৪৩) মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র জনতার একটি মিছিল হয়। আনসার একাডেমির ভিতর থেকে ওই মিছিলে গুলিবর্ষণ করে ইলিম হোসেন হত্যা করা হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ১১ মাস ২২দিন পর ২৭ জুলাই ইলিমের সহ যোদ্ধা স্থানীয় হরিনহাটি এলাকার সিকেন্দার আলীর পুত্র আবু সাইদ রাজু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।যার নাম্বার ৩৩ তারিখ ২৭জুলাই ২০২৫ইং মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া মামলায় অন্যদের মধ্যে আরো আসামী করা হয়েছে, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সহ ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩শ ৪শ জনকে আসামী করা হয়েছে।