রৌমারীতে নৌকা ডাকাতি আহত ৩

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫ এএম
রৌমারীতে নৌকা ডাকাতি আহত ৩

রৌমারী ফেরিঘাট থেকে চিলমারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া নৌকাটি ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে।  আজ ২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে আটটার সিরিয়ালের নৌকা চিলমারীর উদ্দেশ্য রওনা দিয়েছিল নৌকা টি ২০০ বিঘা চর নামক স্থানে পৌঁছালে ডাকাতির ঘটনা ঘটে।  পুলিশ ও প্রত্যক্ষদশিরা জানিয়েছেন একদল ডাকাত অন্য নৌকা নিয়ে সিরিয়ালের নৌকার গতি রোধ করে। নৌকায় থাকা যাত্রীদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলে যাত্রীদের কাছে থাকা নগদ দশ লক্ষাধিক টাকা ও ৩০/৪০টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।  রৌমারী বাজারের ব্যবসায়ী মইজুদ্দিনের মাল করে  নেওয়ার টাকা দিতে দেরি হলে দেশি অস্ত্রের আঘাতে নৌকার মালিক আবু তালেব ও মাল্লা সজীবসহ ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।। ঢুষমারা থানার অফিসার ইনচার্জ  মৌছেদ জানান, ঘটনাটি তিনি শূনেছেন। তদন্তের জন্য মাঠে আছেন।


আপনার জেলার সংবাদ পড়তে