ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে ২৮জুলাই (সোমবার) নবাগত হাজিগণের সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা অনূষ্ঠিত হয়। সভায় হাজি সংগঠনের সভাপতি এজেড সুলতান আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাময়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার,উপজেলা সেক্রেটারী রজব আলী। নবাগত হাজিগণের সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনূষ্ঠানে হাজি সংগঠনের সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহ-সভাপতি বখতিয়ার হোসেন,ইউনিয়ন সভাপতি একেএম ফজলুল হক,মজির উদ্দীন,কামরুজাম্মান,আনিসুর রহমান,পৌর সম্পাদক মানিক খাঁ, মোয়াল্লেম মাওলানা মাসউদ আলম প্রমুখ।