রাজিবপুরে পুর্ষ্কুার বিতরণী অনুষ্ঠান

এফএনএস (আতাউর রহমান, চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৬:০৯ পিএম
রাজিবপুরে পুর্ষ্কুার বিতরণী অনুষ্ঠান

কুড়িগ্রামের রাজিবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাজিবপুর উপজেলা অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিদর্শক হামিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাত হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন কলেজ শিক্ষক মন্তাজ আলী,মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান শামছু,ও মাধ্যমিক শিক্ষক শফিউল আলম প্রমুখ। 

এ সময় মোট ২৫ জন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের প্রাপ্তি ও সাফল্যকে স্বীকৃতি প্রদান করে উৎসাহিত করা হয়, যা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে