কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরের চৌরাস্তা ২ কিলোমিটার ও নিকলী উপজেলার ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এ রাস্তা গুলো দেখার মতো কেউ নেই। বাজিতপুর উপজেলার সরারচর চৌরাস্তা হতে কুতুবপুর মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা কয়েক ডজন বড় বড় গর্ত হয়ে পড়ে রয়েছে গত ৬ বছর ধরে। প্রতিদিন এ রাস্তাদিয়ে শত শত অটো বাইক, সি এনজি ও নিকলী হতে চট্টগ্রাম উদ্দেশ্য কয়েকটি বাস জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। গত কয়েক বছরে এ রাস্তা দিয়ে এ যানবাহন গুলো চলতে গিয়ে একাধিক লোকের প্রাণ গেছে ও আহত হয়েছে অন্তত অর্ধশতাদিক। এ দিকে নিকলী উপজেলার করগাঁওয়ের ব্রীজ হতে নিকলীর নতুন বাজার পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা কোনো জায়গায় ১২ ফুট আবার কোনো জায়গায় ১০ ফুট প্রস্ত হওয়ার কারণে প্রতি নিয়ত জ্যাম বেধে যায়। এর ফলে রোদার পুড্ডা বাজার হতে নিকলী পর্যন্ত শত শত গর্তের কারণে সি এনজি ও অটো বাইক দিয়ে চলাচল করতে গিয়ে জনগনের হতাহত অথবা আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। অন্য দিকে বাজিতপুরের এলজিইডি ও নিকলীর সড়ক ও জনপদ বিভাগ জনগনের অচল অবস্থার বিষয়টি দেখবেন বলে এলাকা বাসীর অনেক দিনের দাবি।