সুনামগঞ্জে কার্ভাটভ্যানের ধাক্কায় শিশু নিহত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম; দুয়ারাবাজার, সুনামগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৮ এএম
সুনামগঞ্জে কার্ভাটভ্যানের ধাক্কায় শিশু নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন (২১ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হলেন উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামের মোঃ আজির উদ্দিন এর পুত্র মোঃ সিয়াম আহমদ(৭)।  স্থানীয় সূত্রে জানা যায় ছাতক থেকে আসা বিস্কুটভর্তি কার্ভাটভ্যান চৌমুনা পয়েন্টে আসলে সামনে থাকা শিশু সিয়াম কে ধাক্কা দেয়।  এতে নিহত মোঃ সিয়াম আহমদ রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়, সাথে সাথে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়, স্থানীয় মানুষ কাভার্ডভ্যান ও চালককে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে