রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ০৭:২০ পিএম
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরে বর্ণিল আয়োজেন চব্বিশের চেতনাকে ধারণ করে এবং ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত ডিআইজি শরিফ উজ জামান, পুলিশ সুপার আবু সাইম। উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, । 

এ সময় তিনি বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে ইউনিয়ন-উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে এবং তারা আগামীতে জাতীয় ফুটবল দলে অবদান রাখতে পারবে।

উদ্বোধনী খেলায় অংশ নেন চির প্রতিদ্বন্দি দুই উপজেলা রংপুর সদর উপজেলা ও কাউনিয়া উপজেলা দল। 

এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। টুর্নামেন্টে রংপুর জেলার আট উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেবে। ১৩ ও ১৪ তারিখে সেমিফাইনাল ও ১৫ তারিখে টুর্নামেন্টের ফাইনাল খেলা রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাগুলো জেলা স্টেডিয়াম ছাড়াও উপজেলা ভিত্তিক মাঠে অনুষ্ঠিত হবে।




রংপুর মেট্রোপলিটন পুলিশের জুলাই ২০২৫ মাসিক কল্যাণ সভা 

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে জুলাই/২০২৫ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম।

সভায় আরও উপস্থিত ছিলেন নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)

সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস)মোঃ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন)মোঃ তোফায়েল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পুলিশ কমিশনার সভার শুরুতে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং গত মাসের কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

তিনি সকল সদস্যকে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং পেশাগত উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে