আগৈলঝাড়ার ৪৩ জনকে ব্র্যাকের সহযোগীতা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৮ এএম
আগৈলঝাড়ার ৪৩ জনকে ব্র্যাকের সহযোগীতা

নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন বিষয়ে এক কর্মশালা  বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওই  কর্মশালা  শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের  সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। গত এক বছরে এই প্রকল্পের আওতায় বিদেশ গিয়ে প্রতারনার শিকার আগৈলঝাড়া উপজেলায় ৪৩ জনকে বিভিন্ন প্রকার সহযোগীতা করা হয়েছে। দেশের জেলার মধ্যে বিদেশ গমনে বরিশাল জেলা ২৭ তম ও প্রতারনার শিকারে অন্যতম বলে বক্তারা উল্লেখ করেন।  প্রকল্পের মূল প্রবন্ধ পাঠ করেন এমআরএসসি ডিষ্ট্রিক কো-অর্ডিনেটর ব্র্যাক, বরিশাল, দেবানন্দ মন্ডল। ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটারনিং মাইগ্রেন্টশন (প্রত্যাশা-২) প্রকল্প, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় কর্মশালায় অংশ গ্রহন করেন বরিশালের আগৈলঝাড়ার বিদেশ গিয়ে প্রতারনার শিকার হয়ে দেশে ফেরা নারী ও পুরুষ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। কর্মশালায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, আগৈলঝাড়া থানা  পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি সিরাজুল হক সরদার, প্রবাসবন্ধু ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমান শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসাইন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যস্থাপক এস এম জাহাঙ্গীর আলম, আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা সুলতানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, সোনালী ব্যাংকের আগৈলঝাড়া শাখার ব্যবস্থাপক আবু জাফর, শিক্ষক জেসমিন আক্তার, এনজিও কারিতাস বাংলাদেশ এর মিঠু রানী দাস, প্রোগ্রাম অর্গানাইজার দেলোয়ার হোসেন বাপ্পী, বিদেশ ফেরত আরিফ সরদার, রেবন বেগম, মাসুদরানা সুরুজ, মিলন বক্তিয়ার, রোজিনা বেগম, হাসিনা বেগম, সজল সরকার, জেসমিন আক্তার, মাহফুজা বেগম। অনুষ্ঠানে বিদেশ গিয়ে প্রতারনার শিকার আরিফ সরদারকে ব্র্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের মাধমে আর্থিক সহযোগীতার চেক হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে