কুড়িগ্রামের উলিপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৭জন সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীল সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল ১০ টায় উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল-১৯, ও ফ্রী প্রেস আনলিমিটেড এর অর্থায়নে লাইট হাউজ-এর আয়োজনে উলিপুর প্রেসক্লাবের সভাপতি এটিএম মমতাহুল হাসান করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, ‘দুর্যোগকালীন সময়ে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে মানবতার প্রতি গুরুত্ব দিয়ে কাজ কতে হবে। লাইট হাউজ যেভাবে কাজ করছে, তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীতে যে করণীয় সে বিষয়ে সচেতন হতে পারবে। চরাঞ্চলের দুর্যোগকালীন সময়ে মানুষদেরকে বিভিন্ন ভাবে সহযোগীতা করতে হবে, যাতে করে তারা পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে।’ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আজকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও লাইট হাউজ প্রকল্পের ফোকাল পারসন মো. জাকির হোসাইন। সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন লাইট হাউজ-এর জেন্ডার বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, আইসিটি প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্ত, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত এবং চিলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। সঞ্চালনার পাশাপাশি তিনি লাইটহাউজ এর উদ্দেশ্য ও লক্ষ্য এবং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণের উদ্দেশ্য, দুর্যোগের সময় রিপোর্ট করার সময় যেসব বিষয় বিবেচনা করা প্রয়োজন, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি, জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ প্রতিবেদনে সাংবাদিক এবং সিএসও-এর ভূমিকাসহ জেন্ডার-সংবেদনশীল প্রতিবেদনের জন্য নারী কিশোরীরা দুর্যোগের সময় যেন নিরাপদে আশ্রয়কেন্দ্রে থাকতে পারে কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সে বিষয়েকে গুরুত্ব দিয়ে রিপোর্ট করতে হবে। এবং কেউ কোন প্রকার হয়রানির স্বীকার হলে বা দুর্যোগের বিভিন্ন তথ্য যেমন, ত্রাণ সামগ্রী প্রয়োজন, উদ্ধার করার প্রয়োজন, দুর্যোগের আগাম তথ্য পাওয়া ইত্যাদি বিষয়ে লাইট হাউজ এর দুর্যোগকালীন যে ওয়েব সাইট আছে সেখানে প্রদান করা যাবে সে বিষয়েও আলোচনা করা হয়। এসময় অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন লাইটহাউজ এর ফাইনেন্স এসিসট্যান্ট জেনফার জান্নাত, কুড়িগ্রাম সদর উপজেলা কো-অর্ডিনেটর রিপকন আলী, উলিপুর উপজেলা কোন-অর্ডিনেটর রোকেয়া খাতুন।
প্রশিক্ষণে রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪৭ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।