খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় ভোমরা স্থল বন্দর পুলিশ আটক করেছে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আঃ লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তার নামে মামলা হলে তিনি আত্নগোপনে থাকেন। দীর্ঘদিন পালিয়ে থাকায় ইউনিয়নবাসী সেবা পেতে চরম সমস্যায় ভুগছিলেন। পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান, রবিবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে ভোমরা স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আলীকে আটক করে। থানা পুলিশ ভোমরা থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।