কচুয়ায় বিজয় চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাগেরহাট জেলা প্রশাসকের সাথে কচুয়া উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই দুপুর ২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের সাথে বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান এর সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নাওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান ফিতা কেটে এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপজেলা বিজয় চত্বর পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এর পরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদকে সাথে নিয়ে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয় চত্বরের স্থায়ী ও অস্থায়ী স্টল পরিদর্শন করেন। এছাড়াও পাবলিক লাইব্রেরী, অফিসার্স ক্লাব, শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ঘুরে দেখেন। এর আগে বাগেরহাট জেলা প্রশাসক বারুইখালী রাস্তায় তালের চারা রোপন করেন।
এ সময় বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান ছাড়াও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসকের আগমন ও বিজয় চত্বর উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।