সরকারি বেসরকারী স্কুলে বৈষম্যহীন বৃত্তি পরীক্ষার দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি বেসরকারী স্কুল শিক্ষার্থীদের বৈষম্যহীন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সংলগ্ন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় একাধিক সুত্র জানায়,পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের স্থগিতাদেশ প্রত্যাহার করে সকল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবীতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলেন, দেশের সকল বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা ও বৃত্তির সুযোগ সমানভাবে নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন শিক্ষা, সরকারি বেসরকারি সকল শিক্ষার্থীদের অধিকার।
মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময় শিক্ষার্থীদের হাতে, প্লেকার্ড, ফেস্টুন ব্যানার দেখা যায় ।
বাউমান টালাবহ ক্রিয়েশন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আদিবা, মারিয়া জানান, আমরা এদেশের নাগরিক , সকলের সমান অধিকার । কিন্তু আমরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। বৈষম্য চলবে না, চলবে না।
শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির জানান, বিগত বছর গুলোতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট ও বৃত্তি পেয়েছে। তাহলে এবছর বৈষম্য কেন ? সকল শিক্ষার্থীদের সমান অধিকার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবি জানাই।