শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৩:১৪ পিএম
শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কৃষি প্রযুক্তি মেলায় ১৪ টি স্টল স্থান পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে