রংপুরের তারাগঞ্জে পুকুরপাড় থেকে ইরফান রহমান বাবু (১৪) নামে এক মিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর পন্ডিত পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাত গভীর হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা জানান, কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে আছে। পরে বাবা শফিকুল ইসলাম গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুর গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নিতে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।