বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে দুস্থ শীতার্থদের মাঝে শীতব¯(কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দুস্থদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট এক হাজার দুস্থ্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।