কয়রায় সাইক্লোন সেল্টারের সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৬:৩৭ পিএম
কয়রায় সাইক্লোন সেল্টারের সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সভা

কয়রায় দুর্যোগকালিন সময় আশ্রয় নেওয়া সাইক্লোন শেল্টারের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ের উপর এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই)  সকাল ১০ টায় উপজেলার বিআরডিবির হলরুমে জেজেএসের এসসিভিএস প্রকল্প এই এ্যাডভোকেসি সভার আয়োজন করে। এতে কয়রা সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আঃ রহমানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান, গনেশ মন্ডল, আবুল কালাম শেখ, মাসুম বিল্লাহ, জেজেএসের এসসিভিএস প্রকল্পের সিসিই অফিসার মোঃ নাসির মাহমুদ, শিক্ষার্থী তানিয়া আক্তার, নাসরিন আক্তার, স্থানীয় অধিবাসী শাহরিয়া সুলতানা প্রমুখ। সভায় দুর্যোগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি  সাইক্লোন শেল্টারের নানান সমস্যা চিহৃিত করে তা সমাধানের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে