শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিসটি পালন উপলক্ষ্যে সুন্দরবন বিভাগ অনুষ্ঠানমালার আয়োজন করে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরান।
আলোচনা সভার আগে র্যালী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ভিটিআরটি সদস্যবৃন্দসহ জনসাধারন উপস্থিত ছিলেন।