ধামইরহাটে উপজেলা ও পৌর বিএনপির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৭:৩০ পিএম
ধামইরহাটে উপজেলা ও পৌর বিএনপির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিব-নির্বাচিত উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে সংবর্ধণা প্রদান করা হয়েছে। ২৯ জুলাই বিকেল সাড়ে ৫ টায় দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ উপজেলা ও পৌর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দিয়ে বরণ করেন। এ সময় জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, সেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাব হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা পারভীন, মহিলাদল নেত্রী শাহীনা ইয়াসমিন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে