চট্টগ্রামের হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাসব্যাপী দেশীয় পন্য জামদানী মেলা অবশেষে বন্ধ করেছে প্রশাসন। ক্রীড়ামোদী ও ব্যবসায়ীদের প্রবল প্রতিবাদের মুখে প্রশাসন মঙ্গলবার এই মেলা বন্ধ ঘোষণা করেন।
জানা যায় উপজেলা সদরে বিনোদনের তথা ক্রীড়ানুষ্ঠানের জন্য একমাত্র খেলার মাঠ হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ। এই মাঠে প্রতিনিয়ত উপজেলা ক্রীড়া সংস্থা, হাটহাজারী খেলোয়াড় সমিতি, বিভিন্ন সেবামুলক সংগঠন, উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনসহ ক্রীড়া মোদীরা ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টসহ নানা ক্রীড়া ইভেন্টের আয়োজন করে থাকেন। সম্প্রতি এই মাঠে একটি প্রতিষ্ঠান দেশীয় পণ্য জামদানী মেলা নাম দিয়ে মাসব্যাপী মেলার আয়োজন করেন। আয়োজককারী প্রতিষ্ঠানটি মেলা অনুষ্ঠানের জন্য সম্প্রতি স্থাপনা নির্মান কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয় ক্রীড়ামোদী ও ব্যবসায়ীদের দৃষ্টি গোচর হলে তারা মেলা বাতিলের জন্য সঙ্গবদ্ধ প্রতিবাদ করতে শুরু করে। এই প্রতিবাদের সংবাদ দৈনিক আজাদীসহ বিভিন্ন গনমাম্যমে ফলাও ভাবে প্রকাশিত হয়। বিষয়টি হাটহাজারীতে নব যোগদানকারী নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (পদাধিকার বলে) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর কর্ণগোচর হলে তিনি ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভা করে মেলার আয়োজন বাতিল করেন। সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।