দিঘলিয়ায় ইউএনও’র অফিসে দুই পক্ষের বৈঠক

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৭:৫১ পিএম
দিঘলিয়ায় ইউএনও’র অফিসে দুই পক্ষের বৈঠক

দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের দেব প্রসাদ চক্রবর্তীর পুত্র গোলক চক্রবর্তীর আদালতে নালিশী জমিতে একই গ্রামের মৃত মানিক চন্দ্র ঘোষের পুত্র বাসুদেব ঘোষ, নিখিল চন্দ্র ঘোষ ও বিষ্ণুপদ ঘোষ জোর পূর্বক দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কার্যক্রম বন্ধ করে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে দুই পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সিএস ১৩৬১ এসএ ১৩১৭ নং খতিয়ানের ৮৪৩ ও ৮৪৭ দাগে মোট ২৫ শতক জমি নিয়ে বাদীপক্ষ গোলক চক্রবর্তীর ভোগ দখলীয় জমির আংশিক দখল করে গৃহ নির্মাণ ও গোয়ালঘর ভেঙ্গে ফেলার হুমকি ধামকি প্রদান করছেন মর্মে বিবাদী পক্ষের প্রতি অভিযোগ করে খুলনা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর ও দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বরাবর আবেদন প্রেরণ করেন। নালিশী জমি নিয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত, দৌলতপুর খুলনাতে দেওয়ানী ৫০০/২১ মোকদ্দমা এবং বিজ্ঞ খুলনা জজ আদালতে, সিভিল রিভিশন ৪৭/২৩ মোকদ্দমা চলমান রয়েছে যা বাদীপক্ষ বর্ণনা করেছেন। তাই বাদী বিবাদী দুই পক্ষকে তাদের স্বপক্ষের যাবতীয় কাগজপত্র, দলিল, রেকর্ডের কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস এর দপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ করেন। দুই পক্ষের দালিলিক প্রমাণ দেখে এবং শুনে কোনো পক্ষ কোর্টের মাধ্যমে জমির মালিকানা ফেরৎ না পাওয়া পর্যন্ত স্থিতিশীল অবস্থা বজায় রাখতে এবং সকল প্রকার উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এর কোনো প্রকার ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস উপস্থিত দুই পক্ষকে জানান। এ সময় বাদি-বিবাদি পক্ষের লোকজনসহ সাংবাদিক ও রাজনৈতিকমহল উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে