কচুয়ায় উপজেলার শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড্ গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিউটিশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী। কচুয়া উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী পরিচালক(কলেজ -৪)মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, মো: ইমরান আলী, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: সাদেকুল ইসলাম,কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাংকু শেখর অধিকারী,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস। অন্যান্যূদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, মোবাইদুল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,মানবাধিকার কমিশন কচুয়া উপজেলা শাখার সম্পাদ জাহিদুল ইসলাম বুলু,সাংবাদিক তুহিন খান, সিকদার সাইদুল ইসলাম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ রাকিব সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সাংবাদিক,কর্মকর্তা, সকল শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৩৬জন শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।