কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও কে এম আবু নওশাদ এর বিদায় সংবর্ধনা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৫, ০৭:৫৯ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৮:১৭ পিএম
কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে  ইউএনও কে এম আবু নওশাদ এর বিদায় সংবর্ধনা

কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৯ জুলাই সদ্য বদলি আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বিদায় ও তার মানবিক এবং উন্নয়ন মুখী কাজে অবদান রাখায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,সিনিয়র সহ-সভাপতি তুহিন খান,  সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মানবাধিকার কমিশন কচুয়া উপজেলা শাখার  সাধারণ সম্পাদক  জাহিদুল ইসলাম বুলু। এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্বে থাকা সদস্য সাংবাদিক শিকদার সাইদুল ইসলাম, রাকিবুল হাচান, তরিকুল ইসলাম, খান সুমন, মোঃ রাকিব প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে