এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০১:৫৩ পিএম
এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

বাংলাদেশের চলমান গণআন্দোলনের আবহে রাজনৈতিক সহাবস্থানের এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মরণে ঘোষিত ছাত্রসমাবেশের স্থান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে সরিয়ে নিয়েছে সংগঠনটি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অনুরোধে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। লিখিত বক্তব্যে তিনি জানান, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া সত্ত্বেও, একই স্থানে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির কারণে বিব্রতকর পরিস্থিতি এড়াতে শহীদ মিনার ছেড়ে শাহবাগে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাত্রদল সভাপতি বলেন, “আমরা কাঁটার বদলে ফুল দিতে চাই। উত্তেজনার বদলে শান্তির বার্তা দিতে চাই।” তিনি উল্লেখ করেন, আন্দোলনের চরম উত্তাপেও ছাত্রদল শান্তিপূর্ণ অবস্থান ধরে রেখেছে, এবং এই অবস্থান গণতান্ত্রিক, সহনশীল ও ইতিবাচক ছাত্ররাজনীতির প্রতীক হয়ে থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ইতিবাচক পদক্ষেপ হলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ, যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে যুক্ত, তাদের বিচার না করেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ছাত্রদল ডাকসু সংস্কারে ৪০টিরও বেশি সুপারিশ দিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ সেগুলোর মধ্যে মাত্র ৪টি গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতারা।

রাকিবুল ইসলাম দাবি করেন, ২০০৮ সালের পর ছাত্ররাজনীতিতে একচেটিয়া দখলদারিত্ব কায়েম হলেও ছাত্রদল শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে। এনসিপি যদি কোনো উসকানিমূলক আচরণ করেও বসে, তাতেও ছাত্রদল প্রতিক্রিয়াশীল কোনো পথে হাঁটবে না বলে তিনি আশ্বস্ত করেন। তাঁর ভাষায়, “আমরা পরিস্থিতিকে শান্তিপূর্ণ রাখতে নেতাকর্মীদের যথাযথ নির্দেশনা দিয়েছি।”

রাজধানীর শাহবাগ এলাকায় সমাবেশের কারণে জনদুর্ভোগ হতে পারে—এমন শঙ্কার প্রসঙ্গে ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সহনশীলতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

এ ধরনের উদারতা রাজনৈতিক সহাবস্থানের জন্য একটি পথপ্রদর্শক দৃষ্টান্ত হবে বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে