ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত: উপকূলীয় শহরে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০২:২৩ পিএম
ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত: উপকূলীয় শহরে আতঙ্ক

শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির আঘাতে কাঁপছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল। রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার কম্পনের কিছুক্ষণ পরই প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কুড়িল দ্বীপপুঞ্জের সেভেরো-কুরিলস্ক শহরে একাধিক সুনামির ঢেউ আছড়ে পড়ে। বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) ভোরে এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়।

ভোরের এই ভূমিকম্প ও সুনামির ধাক্কায় শহরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও, নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

রাশিয়ার ভূ-প্রকৃতি গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে কামচাটকা উপদ্বীপের কাছে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল প্রশান্ত মহাসাগরের গভীরে। ভূমিকম্পের কয়েক মিনিটের ব্যবধানে কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, প্রায় ২ হাজার ৫০০ জনের শহর সেভেরো-কুরিলস্কে একাধিক সুনামি ঢেউ আছড়ে পড়ে। উপকূল থেকে সবাইকে দ্রুত উঁচু ও নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, “বাসিন্দারা আপাতত নিরাপদ জায়গায় রয়েছেন। সুনামির সম্ভাবনা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত তারা সেখানে থাকবেন।” জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতিতে কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেন।

উদ্ধার কাজ ও ঝুঁকিমুক্ত সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সক্রিয় অংশ নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন ফুটেজ ও ড্রোন ভিডিওতে দেখা গেছে, সুনামির পানিতে উপকূলীয় এলাকা প্লাবিত হচ্ছে এবং সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই লোকজন উঁচু এলাকায় আশ্রয় নিচ্ছেন।

শহরের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানাও পানিতে তলিয়ে গেছে। সকল শ্রমিককে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের আঞ্চলিক প্রধান সের্গেই লেবেদেভ জানিয়েছেন, কামচাটকা উপকূলে প্রায় তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে কুড়িল দ্বীপপুঞ্জ ছাড়াও আশপাশের অঞ্চলগুলোতেও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানান, এই ভূমিকম্পের পর শুধু রাশিয়ায় নয়, সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত বিস্তৃত উপকূলে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে, আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জ, গুয়াম এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও।

এছাড়া ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কিছু দেশ তাদের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের সুনামির আশঙ্কা নেই বলেই ধারণা করা হচ্ছে, তবুও স্থানীয় জনগণকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া না গেলেও, এই ভয়াবহ ভূকম্পনের জেরে রাশিয়ার এই অংশে যে সতর্কতা ও শঙ্কা বিরাজ করছে, তা দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।