সরাইলে দূর্বৃত্তদের হামলায় ব্যবসায়ি খুন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০২:২৯ পিএম
সরাইলে দূর্বৃত্তদের হামলায় ব্যবসায়ি খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দূর্বৃত্তদের হামলায় মো. মোস্তফা কামাল (৫২) নামের এক বিকাশ ব্যবসায়ি খুন হয়েছেন। একদল দূর্বৃত্ত ব্যবসায়িকে কূপিয়ে ছিনিয়ে নিয়েছে প্রায় ২ লাখ টাকা ও মুঠোফোনসেট সহ ব্যাগটি। আশঙ্কাজনক অবস্থায় মোস্তফাকে হাসপাতালে নেয়ার পর মারা যান। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া (মধ্যপাড়া) এলাকায় এই ঘটনা ঘটেছে। মোস্তফা বিজিবি’র সাবেক ল্যান্স নায়েক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মুমিন মিয়ার ছেলে। তাদের মূল বাড়ি কুমিল্লার চাঁদপুরে। মধ্যপাড়ায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা। 

পুলিশ, স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্র জানায়, সরাইল বাজারের সাবেক কাপড় ব্যবসায়ি তিন সন্তানের জনক মোস্তফা কালীকচ্ছ বর্ডার বাজারে বিকাশের ব্যবসা করতেন। অন্যান্য দিনের মত গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে ব্যবসার টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত মুঠোফোন সেটটি ব্যাগে করে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন। রাত প্রায় ১১ টার দিকে নিজ বাড়ির কাছে আসামাত্র একদল দূর্বৃত্ত মোস্তফার উপর হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই মোস্তফাকে চাইনিজ কুড়াল ও অন্যান্য অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কূপিয়ে গুরূতর আহত করে। জ্ঞান হারিয়ে মোস্তফা মাটিতে লুটিয়ে পড়েন। দূর্বৃত্তরা প্রায় ২ লাখ টাকাসহ ব্যগটি ছিনিয়ে নিয়ে যায়। শ্যামল নামের আরেক ব্যবসায়ি বাড়ি ফেরার পথে মোস্তফাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। আশঙ্কাজনক অবস্থায় মোস্তফাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়না তদন্তের জন্য বর্তমানে মোস্তফার লাশ মর্গে রয়েছে। মোস্তফার নির্মম খুনের খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা কালীকচ্ছ এলাকায়। রাতেই ঘটনাস্থলে ছুটে গেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম চৌধুরী। পরিবারের সদস্যরা বলেন, মোস্তফার সাথে কারো বিরোধ আছে এমনটা আমাদের জানা নেই। বিরোধ থাকার কথাও না। আমরা খুনিদের সনাক্ত ও নির্মম হত্যাকান্ডের বিচার চাই। স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নিজের বসত বাড়ির কাছে এসেও নিরাপত্তা পেল না মোস্তফা। এমন জায়গায় বর্বর হামলা ও খুনের ঘটনায় আমরা শঙ্কিত। 

আপনার জেলার সংবাদ পড়তে