শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার দুপুরে মহসিন অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো "পার্টনার কংগ্রেস ২০২৫"। এতে কৃষি কার্যক্রমে যুক্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সিলেট অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার জালাল উদ্দিন সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর।
এছাড়াও কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় এনজিও প্রতিনিধি, বীজ ও সার সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও কৃষক প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কৃষির টেকসই উন্নয়ন, নতুন প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বালাই দমন, বাজার ব্যবস্থাপনা ও কৃষিঋণের প্রাপ্যতা, কৃষি প্রযুক্তির হালনাগাদ তথ্য, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। এছাড়াও কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয় এবং উন্নয়নমূলক সুপারিশও গ্রহণ করা হয়।