পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। বুধবার (৩০ জুলাই) দুপুরে শেরপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। মানববন্ধনে জেলার শতাধিক স্কুল অংশগ্রহণ করেন।
শেরপুর জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন,বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রিপ্রারেটরী স্কুল ফাউন্ডেশন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ( বিকপ) এর সভাপতি আবু ঈসা মুহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উইজডম স্কুলের প্রিন্সিপাল ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইডিয়াল ইসকুলের উপাধ্যক্ষ আরিফুল ইসলাম, নবারুণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি শিক্ষক প্রতিনিধি স্বপন দেব, শাহীন স্কুল শেরপুর শাখা শিক্ষক প্রতিনিধি বায়েজিদ, কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল ইসরাত সুলতানাসহ অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ। এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান