রাত পেরুলেই কেরানিহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৫:৫১ পিএম
রাত পেরুলেই কেরানিহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ বণিক সংগঠন কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পেরুলেই ৩১ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। কেরানিহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা ভবনের ৬টি বুথে সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৯ সালে এই সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালে এটি সরকারী নিবন্ধন লাভ করে। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা ২২৮৯ জন। তন্মধ্যে এবারের নির্বাচনে ১৪৭০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাকিগণ চাঁদা বকেয়াসহ বিভিন্ন কারণে এবারের ভোটার তালিকা হতে বাদ পড়েছেন।


নির্বাচন কমিটির সভাপতি অসীম কান্তি দে, সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ও গিয়াস উদ্দীন সিকদারের সাথে আলাপ করে জানা যায়, প্রশাসনের সাথে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তায় সুষ্ঠভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মোট ৯ টি পদে ১২ জন নির্বাচিত হবেন। সব পদ মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ৩২ জন।

সভাপতি পদে নির্বাচিত হবেন ১ জন। প্রার্থী রয়েছেন ৪ জন। তারা হলেন- বর্তমান সভাপতি মাস্টার জয়নাল আবেদীন (প্রতীক ঘোড়া), মুহাম্মদ নুরুন্নবী (প্রতীক ছাতা), মোঃ জামাল উদ্দীন (প্রতীক হাতি), মোহাম্মদ ইকবাল হোসেন (প্রতীক চেয়ার)।

সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হবেন ১ জন। প্রার্থী রয়েছেন ৩ জন। তারা হলেন- ফরিদুল আলম (প্রতীক হারিকেন), মুহাম্মদ আবছার (প্রতীক উড়োজাহাজ) ও আকতার হোসেন (প্রতীক গোলাপ ফুল)।

সহ সভাপতি পদে নির্বাচিত হবেন ১ জন। প্রার্থী হয়েছেন ৩ জন। তারা হলেন- মোহাম্মদ মহিউদ্দীন (প্রতীক মোটর সাইকেল), মোহাম্মদ আবু জাফর (প্রতীক প্রজাপতি) এবং ওছমান গনি (প্রতীক দেয়াল ঘড়ি)।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবেন ১ জন। প্রার্থী ৩ জন। তারা হলেন- মোহাম্মদ সোলাইমান (আনারস), মোরশেদ আলম (হরিণ), মুহাম্মদ বোরহান উদ্দিন (কাতাল মাছ)।

অর্থ সম্পাদক পদে লড়ছেন জাবেদ জাহাঙ্গীর রিপন (দোয়াত কলম), ওয়াহিদুল ইসলাম জাবেদ (বই) ও আব্দুল হামিদ (টেবিল)।

সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল গফুর (চাকা), আব্দুল হাকিম (কম্পিউটার) এবং ওসমান গনি (কবুতর)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ ইসমাইল বাদশা (মাইক) এবং মোঃ শাহেদ হোসেন (বাই সাইকেল)।

ধর্মীয় ও ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে জহির আহমদ, মোঃ ইসমাইল খাদেম ও মোহাম্মদ নজরুল ইসলাম। তবে নজরুল ইসলামকে সমর্থন জানিয়ে জহির আহমদ সরে দাঁড়িয়েছেন বলে এক বার্তায় জানিয়েছেন।

পরিচালক পদে নির্বাচিত হবেন ৪ জন। প্রার্থী রয়েছেন ৮ জন। তারা হলেন-আজিম উদ্দিন, মোহাম্মদ রুবেল, আব্দুল্লাহ আল নোমান, ওমর ফারুখ, খোরশেদ আলম, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ওমর ফারুখ ও নুর মোহাম্মদ।

আপনার জেলার সংবাদ পড়তে